counter easy hit
হার্টে রিং পরানো

রিং পরানোর পর কিছু কিছু ক্ষেত্রে আবারও ব্লক সৃষ্টি হতে পারে। এই ব্লক হৃৎপিণ্ডের যেকোনো ধমনিতেই হতে পারে, এমনকি আগের বসানো রিংয়েও হতে পারে। রিং বসানোর পরও পুনরায় ব্লক সৃষ্টি যেন হতে না পারে, সে জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কিছু ওষুধ যেমন রক্ত পাতলাকারী ওষুধ সেবন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, খাবার নিয়ন্ত্রণসহ কিছু নিয়ম মেনে চলতে হয়। এসব নিয়ম ঠিকমতো না মানলে ব্লক সৃষ্টির আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়। ডা. মুহাম্মদ সালাহউদ্দিন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউড ও হাসপাতাল (collected)

For emergency cases        09613222777